
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ক্রিকেট আম্পায়ার্স কমিটির সভাপতি ও পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল এই দ্বায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, সাবেক সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, সাবেক কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম রিপন, নবনির্বাচিত কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, কার্যকরী সদস্য মো. জিয়াউর রহমান সবুজ, অহিদুজ্জামান শামিম, মো.ফিরোজ রহমান, শেখ দারুজ্জামান রুবেল, রফিকুর রহমান লাল্টু, মো. মোহসিন আলী, এসএম হাবিবুল হাসান।

