
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকারে তিনি উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলোর সামগ্রিক প্রস্তুতি কেমন আছে দেখতে পরিদর্শন করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধা পর্যবেক্ষণ করেন।পরিদর্শন কালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, বড়দল ইউপি সচিব মনজুর আলম উপস্থিত ছিলেন।

