
কচুয়া ( বাগেরহাট) প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়ার পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদে সরদার ফজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার জাহিদের পিতা প্রয়াত প্রধান শিক্ষক সরদার বজলুর রহমানের স্মরণে জোহরের নামাজ বাদ ইসলামিক জলসা ও বজলুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহাপরিচালক হযরত আল্লামা শাহ সালাহউদ্দিন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য এম এ সালাম, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ।
এদিন প্রধান অতিথি অনুষ্ঠান শেষে আগত মুসল্লিদের সাথে নিয়ে নিহত বজলুর রহমানের কবর জিয়ারত করেন। পরবর্তীতে সরদার বজলুর রহমান হাফিজী মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন।

