
আন্তর্জাতিক ডেস্ক।। এখন থেকে বিপুল অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী বিদেশিদের জন্য ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামে একটি বিশেষ দ্রুতগামী ভিসা স্কিম চালু করেছেন। বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। এই কার্ডের মাধ্যমে ১০ লাখ ডলার বা তার বেশি অর্থ খরচ করে দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ মিলবে।
ট্রাম্প প্রশাসনের নতুন এই পরিকল্পনায় গোল্ড কার্ডের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১০ লাখ ডলার। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আনুষঙ্গিক চার্জসহ এই অংক দাঁড়াবে ২০ লাখ ডলারে। পাশাপাশি বিশেষ কর সুবিধাসম্বলিত ‘প্ল্যাটিনাম কার্ড’ নামে আরও একটি উচ্চমূল্যের স্কিম চালু হতে যাচ্ছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ডলার। তবে আবেদনের শুরুতেই ১৫ হাজার ডলারের অফেরতযোগ্য প্রক্রিয়াকরণ ফি জমা দিতে হবে এবং আবেদনকারীর পরিস্থিতির ওপর ভিত্তি করে অতিরিক্ত সরকারি ফিও প্রযোজ্য হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো যাতে অসাধারণ মেধাবীদের সহজে ধরে রাখতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এই কার্ড কেবল যোগ্য এবং যাচাইকৃত ব্যক্তিদেরই নাগরিকত্বের সুযোগ দেবে। গোল্ড কার্ড মূলত উচ্চস্তরের পেশাজীবীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। আর যারা ৫০ লাখ ডলারের প্ল্যাটিনাম কার্ড কিনবেন, তারা দেশে কর্মসংস্থান তৈরি করবেন বলে ট্রাম্প মনে করেন। এই ভিসাগুলোকে তিনি গ্রিন কার্ডের সঙ্গে তুলনা করেছেন, যা সাধারণত পাঁচ বছর পর নাগরিকত্বের পথ সুগম করে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন সাধারণ অভিবাসীদের ওপর কঠোর নীতি প্রয়োগ করছে। একদিকে অনথিভুক্ত অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে এবং ১৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অন্যদিকে ধনীদের জন্য এমন সুযোগ তৈরি করায় সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, এই নীতি সাধারণ অভিবাসীদের বঞ্চিত করে কেবল বিত্তশালীদের অন্যায্য সুবিধা দেবে।
এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্প দক্ষ বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসার আবেদন ফি এক লাখ ডলার করার আদেশে স্বাক্ষর করেছিলেন, যা প্রযুক্তি খাতে আতঙ্কের সৃষ্টি করে। এছাড়া বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত হাজার হাজার আবেদন পুনর্বিবেচনার ঘোষণাও দিয়েছে বর্তমান প্রশাসন। সব মিলিয়ে একদিকে সাধারণ অভিবাসনে কড়াকড়ি এবং অন্যদিকে টাকার বিনিময়ে নাগরিকত্বের সুযোগ—এই দ্বিমুখী নীতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫