
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে “সমাজ উন্নয়ন” ক্যাটাগরিতে সুলতানা রউফুন্নাহার উপজেলার শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত হয়েছেন। বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মহম্মদপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শিক্ষক মো: রফিকুল ইসলামের সহধর্মিণী সুলতানা রউফুন্নাহারকে এ সম্মাননা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানজনক পুরস্কার লাভ করেন।একই অনুষ্ঠানে আরো ৪ জন অদম্য নারী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন।
মহম্মদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সুলতানা রউফুন্নাহার এর হাতে ‘অদম্য নারী’ সম্মাননা পদক, সনদ ও পুরস্কার তুলে দেন মহম্মদপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ)।মোহাঃ মতিউর রহমান,উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ, প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মো: আজিজুর রহমান টুটুল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

