
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পারোখালি গ্রামে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে পারোখালি গ্রামের ফেরদাউস তরফদারের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির পতাকাতলে একত্রিত হন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দলের আদর্শ ও কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শরীফ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন (সানা), সাংগঠনিক সম্পাদক মোঃ বাবর শিকদার, যুবদল নেতা মোঃ রাসেল শেখ (আখের) এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহান কাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিই জনগণের আস্থার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবাগত নেতাকর্মীরাও বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

