
শাহজাহান হেলাল, ফরিদপুর।। ফরিদপুরের মধুখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের ছোট ভাই আওয়ামী যুবলীগ নেতা মোঃ হামিদুর রহমান বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ ডিসেম্বর ২০২৫খ্রি.শনিবার রাত সাড়ে ৯টার দিকে মধুখালী সদর হাসপাতালের সামনে থেকে মধুখালী থানা পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করে। তথ্য অনুসন্ধানে জানা যায় মধুখালী থানায় তার বিরুদ্ধে কোন মামলা নাই।
বাবুল মিয়ার গ্রেফতারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই মোঃ রুস্তুম আলী জানান ৫ আগস্ট ২০২৪খ্রি.বৈষম্য বিরোধি আন্দোলন কারীদের উপর হামলা মামলায় তাকে আটক করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২৫খ্রি. রোববার আইনী প্রক্রিয়ার মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। বাবুল মিয়া ফরিদপুর চিনিকলের একজন মৌসুমী শ্রমিক হিসেবে কর্মরত।

