
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসীচি পালন করা হয়ে। দিবসের শুরুতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র নেতৃত্বে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনী করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে মাথে সকল প্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, আঞ্চলিক প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ জনের পরিবারকে ও ৩ জন জুলাই শহীদ পরিবার মোট ১০ জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
আশাশুনি বিএনপির বিজয়
দিবস পালন
ঃ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দলের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন ও খন্ডমিছিল করা হয়। বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, আছিফুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট, লিয়াকত আলী, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি জামায়াতের
বিজয় দিবস পালন
ঃ আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় পতাকা, রংবেরঙের শো পতাকা হাতে নিয়ে উপজেলা জামায়াত কার্যালয় থেকে র্যালি বের হয়ে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের নেতৃত্বে জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আঃ সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটার প্রফেসর শাহজাহান, উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মাওঃ আঃ ওয়াজেদ, পেশাজীবি সভাপতি মাওঃ আতাউর রহমান, এড. শহিদুল ইসলাম, মাওঃ ইউসুফ আলীসহ জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রেস ক্লাবের
বিজয় দিবস পালন
ঃ আশাশুনি প্রেস ক্লাব মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করে। প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান। সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জি এম মুজিবুর রহমান, হাসান ইকবাল মামুন, লিংকন আসলাম, জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুজ্জামান শরিফ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালী, জগদীস চন্দ্র সানা, বি এম আলাউদ্দিন, ইলিয়াস মোল্লা, ইয়াছিন আরাফাত ড্যানিস, ইয়াছিন আরাফাত সানা, এম এইচ টুটুল, সাইদুল ইসলাম, তৌহিদুজ্জামান প্রমুখ।
চাম্পাফুল প্রাইমারী স্কুলে বার্ষিক
পরীক্ষার ফলাফল ঘোষণা
ঃ আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় স্কুল চত্বরে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন, স্কুলের প্রধান শিক্ষক শাহানা খাতুন। অনুষ্ঠানে চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স ম আবুল খায়ের, এমডি আলমগীর কবির, মাস্টার আবু হাসান, মাস্টার শুভ্র সরদার, মাস্টার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ জন ছাত্র এবং প্রতি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।

