
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচী থেকে দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হয়। প্রত্যয় ব্যক্ত করা হয় দেশকে এগিয়ে নেওয়ার।
বিডিএফ প্রেসক্লাব
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল. মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন সহ-সভাপতি জিএম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আরশাদ আলী, সাবেক সভাপতি এমএ হাকিম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন, মেহেদী হাসান শিমুল, প্রচার সম্পাদক এমএম জয়নাল, ইমরান হোসেন, রণজিৎ কুমার দাশ, শরীফুল আলন রানাসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় সুলতানপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আজম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের সহ-সভাপতি আহাদুর রহমান জনি, মারুফ আহমেদ খান শামীম, শরিফুল ইসলাম জুয়েল, মো. মুজাহিদ, মোতালেব, মোহাম্মদ মালেক সদ্দার, আরিফুল ইসলাম, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম, মমিনুর রহমান আক্তার হোসেন, আতাউর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।

