
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বুড়িয়া মৌজায় ডিসিআর নেওয়া জমিতে আবাদকৃত কাচাধান রাতের আঁধারে কেটে নিয়েছে প্রকিপক্ষরা। এব্যাপারে ডিসিআর গ্রহিতাদের পক্ষে জরিনা খাতুন বাদী হয়ে থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
ফকরাবাদ গ্রামের মৃত আঃ রশিদ সরদারের স্ত্রী জরিনা খাতুন বাদী হয়ে বুড়িয়া গ্রামেন রহিম গাজীর ছেলে রাসেল গাজী, মৃত মগর গাজীর ছেলে রহিম গাজী, বড়দল গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে সেলিম গাজী, ফকরাবাদ গ্রামেন মৃত জহির উদ্দীন সরদারের ছেলে জাহিদুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে বিবাদী করে অভিযোগে বলেন, বুড়িয়া মৌজায় বাদী ও বাদীর জামাতা আব্দুল্লাহ মোল্যা ৪ বিঘা ১৫ শতক জমি ১৯৯৪ সাল থেকে ডিসিআর নিয়ে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছি। এবছরও আমন ধান রোপন করি। বিবাদীরা সম্পত্তি অন্যায় ভাবে জবর দখলে ষড়যন্ত্র করা সহ আমাদেরকে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ধান আধা পাকা হয়েছে। ১৮ ডিসেম্বর দিবাগত রাত্র অনুমান ১০ টার সময় বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা জমিতে অনধিকার প্রবেশ করে ২ বিঘা জমির আধাকাচা পাকা ধান কেটে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। শুক্রবার সকালে বাদীর জামাতা জমিতে গিয়ে দেখে ধান নাই। এসময় তিনি ১নং বিবাদীকে জমির সন্নিকটে ঘোরা ফেরা করতে দেখে ধান কাটার বিষয় জিজ্ঞাসা করলে তাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে বলে যে, ২ বিঘা জমির ধান কেটে নিয়াছি, বাকী ধানও কেটে নেব। বাঁধা দিলে খুন জখম ও লাশ গুমের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

