
রাজু রহমান, শার্শা, যশোর।। যশোরের শার্শায় জামায়াত ইসলামের এমপি পদপ্রার্থী জামাতের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমানের সাথে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নাভারণ দারুল আমান ট্রাস্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামাতের সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা জামাতের কর্মপরিসদ সদস্য ফিরোজ আল মাহমুদ,
শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নাভারন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজু রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, দৈনিক মানবজমিনের ইসমাইল হোসেন, যায় যায় দিনের আশরাফুল ইসলাম, শার্শা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হিরন আহমেদ,দৈনিক ভোরের দর্পণের নাজমুল ইসলাম,
শার্শা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ারুল কবির,দৈনিক সংগ্রামের মশিউর রহমান কাজল, দৈনিক সংগ্রামের ইব্রাহিম খলিল, দৈনিক যশোরের জসীম উদ্দীন, নতুন সময় টিভির রমজান আলী, সমাজের কথার হুমায়ুন কবির মেরাজ, দেশবার্তার মোঃ হানজালা, সাংবাদিক সেলিম আহমেদসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

