
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। “মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ” শ্লোগানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনেস্তার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ডে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা এ কর্মসূচী পালন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সদস্য বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিন, মোল্লা ফারুক হাসান, সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক পলাশ তালুকদার। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সদস্য সহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা মব ভায়োলেন্স তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্থার সাথে জড়িত সকল দুস্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

