
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াগাতী (কালিয়া)।।নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামে পবিত্র কুরআন শরিফে লাথি মারা ও প্রস্রাব করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম হামীম মোল্লা (১৮)। তিনি চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৩ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরিফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আজ সকালে স্থানীয়রা তাকে খুঁজে পেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তিনি বড়দিয়া বাজারের এক ব্যবসায়ীর দোকানে আশ্রয় নেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অভিযুক্তের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামীম মোল্লাকে হেফাজতে নেয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহিম জানান, পবিত্র কুরআন শরিফ অবমাননার অভিযোগে হামীম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

