
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা -বরিশাল মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে সেনাবাহিনী আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর ১২টায় ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় অবরোধ করে শিক্ষার্থীরা। কথা রয়েছে, বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধিদের সাথে সেনাবাহিনীর মধ্যস্থতায় বৈঠকে বসবে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি আরাফাত হোসেন বলেন, সেনাবাহিনীর আশ্বাসে আমরা মহাসড়ক থেকে ক্যাম্পাসে ফিরেছি। বিকালে পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধির সাথে আমাদের বসার কথা রয়েছে। আলোচনায় সুফল না হলে আবারো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে।
এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, আমরা শুরু থেকেই আন্দোলনকারীদের বুঁঝিয়ে মহাসড়ক ছাড়ার অনুরোধ করে আসছি। তারা ৩ ঘন্টা পর সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছে। বর্তমানে সড়কের চিত্র স্বাভাবিক।
এর আগে সোমবার প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে বরিশাল ছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি হলো, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করা।

