
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে বার্ষিক আনন্দ ভ্রমন শেষে সবাই বাড়ি ফিরেছেন। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি-কক্সবাজার আনন্দ ভ্রমনে বের হয় প্রেস ক্লাবের পরিবহণ।
দীর্ঘ ভ্রমনে যাত্রা শুরু করে ১৯ ডিসেম্বর সকালে ভ্রমণ পিপাসুরা সাজেক-এ পৌছান। সেখানে রাত্রি যাপন করা হয়। ২০ ডিসেম্বর খাগড়াছড়ি, আটুলিয়া, গুহা নানা দর্শনীয় স্থান ও মনহারি পরিবেশ দর্শন করেন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন। এদিন চিটাগাং-কুমিল্লা হয়ে কক্সবাজার রওয়ানা হয়। ২১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত, টানেল, ঝাউবোন, হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সিবিচ, ইমনা সিবিচ সহ নানা দর্শনীয় ও উপভোগিয় সরঞ্জাম ব্যবহার করে জীবনকে নতুন করে উপভোগ্য করে তোলেন। এদিন রাতেই ভ্রমনের যবনিকা টেনে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয় পরিবহন। এবং ২২ ডিসেম্বর সকালে সবাই মাশাল্লাহ নিরাপদে আশাশুনিতে ফিরে আসেন। বার্ষিক আনন্দ ভ্রমনের আহবায়ক লিংকন আসলাম, সদস্য সচিব জাকির হোসেনের সুন্দর ব্যবস্থাপনায় ক্লাবের কর্মকর্তাদের সহযোগিতায় শিক্ষনীয় ও সফল ভ্রমন সম্পন্ন হওয়ায় ভ্রমনে অংশ নেওয়া সদস্যবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকর গোজার করেছেন।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫