প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
ফলাফলের উৎসবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়

মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। ফল ঘোষণার দিন বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের আগ্রহ আর শিক্ষকদের তৃপ্তির হাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সহকারী প্রধান শিক্ষক রহুল আমিন সহ শিক্ষক মণ্ডলী। কৃতি শিক্ষার্থীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের স্মারক তুলে দেওয়া হলে পুরো মিলনায়তনে করতালির ঝড় ওঠে।
ফলাফল প্রকাশ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি ছিল পরিশ্রমের স্বীকৃতি আর নতুন স্বপ্নের সূচনা। শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত শিক্ষক ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষা ও ফলাফলে অনন্য উদাহরণ হয়ে থাকবে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ |
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি |
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল |
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |