
সুব্রত সরকার, মহম্মদপুর( মাগুরা) প্রতিনিধি।। মাগুরা -২ (মহম্মদপুর -শালিখা ও দক্ষিণ মাগুরার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহম্মদপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার দুপুরে এ্যাড. নিতাই রায় চৌধুরী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করবেন এই সংবাদে মহম্মদপুর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভীড় করে।
বেলা আড়াইটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী মহম্মদপুর বাস স্যান্ড এলাকায় মনোনয়ন দাখিলের আগে নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দলীয আন্তর্কোন্দল ভুলে সকলকে একসাথে কাজ করার জন্য তিনি সকলকে অনুরোধ করেন। বক্তব্য শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট খান রোকোনুজ্জামান, জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মনিরুজ্জামান মুকুলসহ জেলা -উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল করার পর এ্যাড. নিতাই রায় চৌধুরী উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগনকে অধিক হারে অংশগ্রহণ করে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করার আহবান জানান।

