
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।।নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) রাত ৭টায় সমিতির কার্যালয়ে (মূলশ্রী) সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমবায় সমিতির সভাপতিত্ব করেন মোঃ আবুল কালাম সিকদার ও সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান চৌধুরী। সমিতির সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মোঃ তরিকুল ইসলাম (সেক্রেটারি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমিতির উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত ছিলেন, মোঃ শাহাবুদ্দিন সিকদার (সভাপতি), মোঃ ওহিদ শেখ (ক্যাশিয়ার), ডুয়েল সিকদার(নির্বাহী সদস্য) মোঃ মামুন (নির্বাহী সদস্য), মোঃ কবির সরদার, তহিদ শেখ, মোঃ রাসেল মোল্লা প্রমুখ।
ডুয়েল সিকদার বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন ও সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সমবায় চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

