
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।। নড়াগাতী মহিলাদলের উদ্যোগে পরলোকগত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি শুক্রবার রাত ৮টায় কালিয়া উপজেলার বাগুডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নুরুজ্জামান (নুরু) এবং অনুষ্ঠান পরিচালনা করেন মল্লিক কামরুজ্জামান (হিটু) । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিক নাদিরা আক্তার জোসনা আহবায়ক, নড়াগাতী থানা মহিলাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জাহাঙ্গীর বিশ্বাসের স্নেহভাজন ছোটভাই আসলাম বিশ্বাস। এছাড়াও নড়াগাতী থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
শেষে পরলোকগত নেত্রীর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


