
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালীর মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে ফেস্টুন উড়ানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সমাজ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী মোঃ সেলিম শাহরিয়ার, শ্রেষ্ঠ এনজিও কর্মী আইডিয়ালের সুব্রত বাছাড়, বারসিক এনজিওর আসাদুল ইসলাম আসাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

