
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) সকাল ১০.৩০ টায় কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। কলেজের প্রভাষক জাকির হোসেন, শিরিন বাহার যুথি, মাসুদুর রহমান ও আসমাতুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম ও স্টাফ কাউন্সিল সেক্রেটারী প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন। উদ্বোধনী দিনে ছাত্রদের ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেচ এবং ছাত্রীদের ১০০ ও ২০০ মিটার ভারসাম্য দৌড়, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ ও চেয়ার সিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার উভয় গ্রুপের ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন করা হবে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫