
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের মধুখালীতে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (৪ জানুয়ারী) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সরেজমিনে দেখা যায়,কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছে না। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। ভ্যানচালক মো. জাকির বলেন, “টানা কয়েক দিন ধরে তীব্র শীত ও কুয়াশার কারণে আমাদের আয় কমে গেছে। শীতল বাতাস আর ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানো খুবই কষ্টকর। কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যায় না, লাইট জ্বালিয়েই চলাচল করতে হচ্ছে।শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের পরিবারগুলো। সকালবেলা কাজে বের হতে না পারায় তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।ফরিদপুরের বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। তবে প্রয়োজনের তুলনায় শীতবস্ত্রের সরবরাহ কম থাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ জোরদারের দাবি উঠেছে। ৪ জানুয়ারি ২০২৬খ্রিঃ রোববার বিকেলে সূর্যের দেখা গেলেও কোন উত্তাপ ছিল না।

