
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিয়া-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি ২০২৫) মূলশ্রী এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. তীর্থ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রাণিসম্পদ খাতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ মেডিকেল ক্যাম্পের সংবাদ গণমাধ্যমে প্রচার ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মনিরুজ্জামান চৌধুরী, লিটন সিকদার, মোল্লা রাসেল ও মো. তরিকুল ইসলামসহ আরও অনেকে।
ক্যাম্পের মাধ্যমে এলাকার খামারি ও সাধারণ মানুষ বিনামূল্যে পশু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. মমিন উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কালিয়া, নড়াইল।

