
বরিশাল অফিস।। স্থানীয় চারটি সাংবাদিক সংগঠন একত্রিত করে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের কমিটি গঠণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঐক্যবদ্ধ আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের নবগঠিত কমিটিতে ডা. মো. মাহাবুবুল ইসলামকে সভাপতি ও এসএম ওমর আলী সানিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার ও মো. সাইফুল মৃধা।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মৃদুল দাস, তথ্য ও প্রচার সম্পাদক মো. তাসদিত হায়দার সাজিদ, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, নির্বাহী সদস্য সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান ও সৈকত বাড়ৈ।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শামীমুল ইসলাম, অপূর্ব লাল সরকার, মো. মনিরুজ্জামান, রিপন বিশ্বাস, বরুন বাড়ৈ, স্বপন দাস, আহাদ তালুকদার, সাকিব খান, মো. জহিরুল ইসলাম, মাহমুদ হোসেন মোল্লা, মো. আকতারুজ্জামান, মো. শহিদুল ইসলাম বেপারী, মলয় বিশ্বাস, আমির হামজা, বিকাশ চন্দ্র রায়, বিপ্লব গাইন ও মো. ইদ্রিস খান।
উল্লেখ্য, আগৈলঝাড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করে এ কমিটি গঠণ করা হয়েছে।

