তেরখাদা প্রতিনিধিঃ সোমবার  ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে তেরখাদায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী গতকাল বিকেলে উপজেলা সদরের কাটেঙ্গা ও জয়সেনা বাজার এলাকা ও আশপাশ এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে সহকারী কমিশনার এস এম নুরুন্নবী বিভিন্ন স্থানের দেয়ালে, গাছে, বৈদ্যতিক পিলারে এবং বিভিন্ন স্ট্যান্ডে লাগানো অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ করেন। উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে গিয়ে বিভিন্ন স্থানে দেয়ালের গায়ে, বিদ্যুতের পিলারে, স্ট্যান্ডে এবং গাছে টাঙ্গানো দেখা যায় অননুমোদিত পোস্টার, প্যানাপ্লেক্স ও ব্যানার। যা অপসারণ করা হয়। তিনি বলেন, এদিনে কাউকে কোনো জরিমানা বা দন্ড প্রদান করা হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version