
বরিশাল অফিস।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটিতে বীরেন্দ্রনাথ অধিকারীকে আহবায়ক, ভবতোষ মুখার্জি সুবীর ও স্বপন কুমার বেপারীকে যুগ্ম আহবায়ক, আর.কে মণ্ডল রবীনকে সদস্য সচিব, ভোলানাথ দাস, পার্থ প্রতিম দাস ও সঞ্জয় চৌধুরেকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
গঠিত কমিটির নেতৃৃবৃন্দকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করার জন্য বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডল সকলকে অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএমজেপির কেন্দ্রীয় সহসভাপতি আর.কে মণ্ডল রবীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমজেপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা পর্ষদে তাকে সদস্য সচিব নির্বাচিত করায় দলের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সার্বিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

