
বরিশাল অফিস।। কোনকিছু পাওয়ার আশায় নয়: আমি জনগনের সেবক হয়ে আমৃত্যু জনগনের পাশে থাকতে চাই।
কথাগুলো বলেছেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদীর আল্লাহর মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসুল্লীদের সাথে কুশল বিনিময়কালে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে, আমি চাঁদাবাজি ও সন্ত্রাসী করিনা এবং কাউকে করতে দেবোনা।
গৌরনদী ও আগৈলঝাড়ার সকল ধর্মের মানুষ ও ব্যবসায়ীদের চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করবো। সকল ধর্মের লোকজন একত্রে মিলেমিশে সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে চাই। কোন ধর্মের মানুষের ওপর কোনধরনের নির্যাতন হতে দিবোনা।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমাকে নির্বাচিত করা হলে বিগত ২০০১ সালের মতো আর কাউকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবেনা। রাজনৈতিক পরিচয়ে মবসৃষ্টি করে কোন ব্যক্তির ওপর অত্যাচার হতে দিবোনা। গৌরনদী ও আগৈলঝাড়ার কোন মানুষের ক্ষতি হতে দিবোনা। নাগরিক সেবায় সর্বক্ষেত্রে হয়রানি ও দুর্নীতিমুক্ত করা হবে।
পাশাপাশি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি দপ্তরগুলোয় ঘুষ বন্ধ করা, সরকারি সেবা পাওয়া সহজীকরণ ও বেকার সমস্যা সমাধানে নিজস্ব অর্থায়নে নানামুখী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও নাগরিকদের সম্পৃক্ত করে অগ্রাধিকার ভিত্তিত্বে প্রতিটি উন্নয়নমূলক কাজ করা হবে।
