
তেরখাদা প্রতিনিধি।। তেরখাদা উপজেলার নেবুদিয়া-মন্ডলগাতী হারেজ উদ্দিন কওমী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম (মিলু মিয়া) কে এলাকাবাসীর পক্ষ থেকে গত ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে গণ সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মোঃ মফিজুল ইসলাম মিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা মুন্সী মুজিবার রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুজ্জামান নান্নু, সদস্য সচিব মোঃ মুসতাকিন, মোঃ শাহজাহান মাস্টার টুকু মিয়া, মোঃ তোতা মিয়া শেখ, শেখ রুহুল আমিন, মোঃ সাজ্জাদুল ইসলাম, শেখ ইসমাইল হোসেন, হাজী নুরুজ্জামান, মোঃ টুলু লস্কর, নেবুদিয়া পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিল নেওয়াজ উজ্জ্বল, মোঃ আরিফ মুন্সী, মোঃ শোয়াইব শেখ। এছাড়া নেবুদিয়া মন্ডলগাতী এলাকার ১১টি মসজিদের সদস্যবৃন্দ এবং নেবুদিয়া-মন্ডলগাতী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

