
গোপালগঞ্জ প্রতিনিধি।। নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া থেকে খুলনা জেলখানা ঘাট গামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। রবিবার সকাল সাড়ে ৭টায় বড়দিয়া থেকে ছেড়ে আসা প্রায় ৬০ জন যাত্রী বহনকারী বাসটি জেলখানা ঘাট আমতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী হালকা আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সড়কটি সরু এবং পাশে গভীর খাদ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

