জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহীদা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, জাতীয় শিক্ষা সপ্তাহে সহবারী শিক্ষক শাহীদা আক্তার আশাশুনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করেন। উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) শাহীদা আক্তার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন।


