
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১০.৩০ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, প্রবীণ শিক্ষক ও সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য এস এম ইয়াহিয়া ইকবাল। সভায় সকল ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, কমিটির শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডির্পাটম্যান্টের ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপির সদস্য, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। সভায় আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, বিগত ২০২৫ সালে প্রকল্পের ফেজ-২ এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন এবং ২০২৬ সালে ফেজ-৩ এর আওতায় দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি সমুহের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস/প্রশমনে বিভিন্ন ধরনের অভিযোজনমূলক কার্যাবলী, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার মাধ্যমে পানিবাহিত রোগের ঝুঁকি হ্রাসকরণে কি ধরনের কাজ করার সুযোগ আছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান এর মাধ্যমে উপস্থাপন করেন। এবং এসব কার্যক্রম বাস্তবায়নে উপযুক্ত স্থান/এলাকা নির্বাচন, প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনসহ কাজ বাস্তবায়নকালে সকলের সহায়তা কামনা করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারিকুল আউয়াল বলেন, ইএসডিও কর্তৃক বাস্তবায়নাধীন আইসিআরডিসিভি-২ প্রকল্পের মাধ্যমে আমাদের ইউনিয়নে পানি বিশুদ্ধকরণ প্লান্ট, রাস্তা সংস্কার, টয়লেট স্থাপন, বাড়ি বাড়ি পানির ট্যাংক স্থাপনসহ যে সকল কাজগুলো বিগত বছরে হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তিনি এর ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু নতুন কাজ সম্প্রসারিত করার অনুরোধ করেন। বিভিন্ন ওয়ার্ড এর সদস্যগণ তাঁদের এলাকার দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে কিছু কাজের প্রস্তাব করেন এবং যে কোন ধরনের সহায়তার আশ্বাস দেন। এ পর্যায়ে প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার সভায় জানান, চলতি বছর আশাশুনি বাজার পাবলিক টয়লেট সংস্কার, ১ টি ২০,০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম স্থাপন, ১ টি স্কুল ওয়াস সুবিধা সংস্কার, ২টি অকেজো গভীর নলকূপ মেরামত, ১ টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট ( আরও) সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমুহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন, ৮ টি ওয়ার্ডে দুর্যোগের সতর্কবার্তা প্রচার উপকরন প্রদান ও কমপক্ষে ১ টি কাঁচা রাস্তা সংস্কার এর পরিকল্পনা রয়েছে। সভা সঞ্চালনা করেন ট্রেনিং কো-অর্ডিনেটর মোছা: আরিফা খানম ও প্রোগ্রাম অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫