তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে গণ ভোটের প্রচার প্রচারণা চলছে বিরতিহীন ভাবে। যথাযথ ভাবে গণভোট সম্পর্কিত প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালানোর জন্যে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী এর নেতৃত্বে উপজেলার সকল দপ্তর, ব্যাংক, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, এনজিও, বাজার কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্যদের নিয়ে গণভোটের প্রচার প্রচারণার লক্ষ্যে সম্প্রতি এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী। সভায় সকল দপ্তরের অফিসারগণ, ব্যাংক ম্যানেজার, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন দপ্তরের অফিসারগণ প্রতিদিন গণভোটের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনের কর্মসূচি অনুযায়ী ১৩ জানুয়ারি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মীদের নিয়ে গণ ভোটের প্রচার করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস। প্রতিদিনই বিভিন্ন দপ্তরের অফিসার ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। প্রচার প্রচারণায় স্থানীয় জনগণ সচেতন হচ্ছে। সূত্র জানায়, নারী সমাবেশ, শিক্ষক সমাবেশ, উঠান বৈঠক, সভা সহ বিভিন্ন ভাবে তেরখাদায় চলছে প্রচার প্রচারণা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, গণভোটের প্রচার প্রচারণা চলছে প্রতিনিয়ত। তিনি বলেন, সকল দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান, বাজার কমিটি, এনজিও, ব্যাংক সকলেই গণভোটের জন্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন। যা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে স্ব-স্ব প্রতিষ্ঠান/দপ্তরের কর্মকর্তারা প্রতিদিন অব্যাহতভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে।
