
মো: মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) থেকে।। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেন তার নিজ এলাকার স্মৃতিবিজড়িত শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) পরিদর্শন করেন। তিনি অত্র এলাকার কৃতি সন্তান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ১ (৯৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং আবেগঘন কণ্ঠে শৈশবের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, “সিএমবি বিদ্যালয় আমার শৈশবের স্মৃতির অমূল্য ধন। এই বিদ্যালয়ে আমি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। এখানকার মাঠ, শ্রেণীকক্ষ, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর সহপাঠীদের হাসি—সবকিছু আজও চোখের সামনে ভাসে।”
তিনি আরও বলেন, শৈশবের দিনগুলো ছিল সহজ ও নির্মল। ইউনিফর্ম পরে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ে যাওয়া, টিফিন পিরিয়ডে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, শিক্ষকদের শাসন ও ভালো ফলাফলে পুরস্কার পাওয়া—সব মিলিয়ে ছিল এক অনন্য সময়।

অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেন উল্লেখ করেন,
“সিএমবি বিদ্যালয় শুধু আমাকে বইয়ের জ্ঞান দেয়নি, মানুষ হতে শিখিয়েছে। এখানকার শিক্ষকরা ছিলেন বাবা-মায়ের মতো—শুধু পড়াতেন না, আমাদের জীবন গড়ে তুলতেন।”
তিনি বলেন, আজ জীবনের যে অবস্থানে তিনি পৌঁছেছেন, তার ভিত্তি এই বিদ্যালয়েই তৈরি হয়েছে। তাই সিএমবি বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ও ইতিহাসের অংশ।
পরিশেষে তিনি বলেন,
“যখনই পেছনে ফিরে তাকাই, এই বিদ্যালয়ের দিনগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে—সবচেয়ে বেশি মিস করি।”


