
ঝিনাইদহ প্রতিনিধি।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা সভাপতি ঈশা খাঁন-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদ-এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি আরিফ হোসেন। তিনি বলেন,
“গণভোটে ‘হ্যাঁ’ এবং আগামীর বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিককে জাতীয় সংসদে পাঠাতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিবকে সংসদে পাঠাতে ছাত্রশিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব। তিনি বলেন,
“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছাত্রশিবিরকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নির্বাচন পরিচালক মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ পৌর সভাপতি হাফেজ সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে উপজেলা সভাপতি ঈশা খাঁন বলেন,“বিগত স্বৈরাচারী আমলের মতো আর কোনো ব্যালট বাক্স ছিনতাই করতে দেওয়া হবে না। আমরা সজাগ থাকব, সচেতন থাকব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

