বেড়ি বাঁধ ভেঙ্গে অভয়নগর ও মনিরামপুরের আড়াই হাজার বিঘা জমির বীজতলা ও মাছের ঘের তলিয়ে গেছে। প্রায় সহস্রাধিক পরিবার উদ্বেগ-উৎ কণ্ঠের মধ্যে রয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মনিরামপুরের সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্য ঘেরের দক্ষিণ পাশের বেড়ি বাঁধ ভেঙ্গে ১৪০০ বিঘা জমির বীজতলা বিনষ্ট হয়ে গেছে। এছাড়া কুলটিয়ার জনৈক স্বপন রায়ের মাছের ঘেরের বেড়িবাঁধ ভেঙ্গে তিন শতাধিক বিঘা মাছ ভেসে গেছে। অপরদিকে কুলটিয়ার মৌজায় জনৈক তপন রায়ের উত্তর বেড়ি বাঁধ ভেঙ্গে ৮০০ বিঘায় উৎপাদিত মাছ ভেসে যায়। ঘটনা গুলি ঘটেছে ১৪ জানুয়ারি ভোরে কে বা কারা বেড়িবাঁধ কেটে ঘটনাটি ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি হলো মনিরামপুর উপজেলার লখাই ডাঙ্গা,সুজাতপুর, কুলটিয়া, অভয়নগর উপজেলার বেদ ভিটা, মশিয়াহাটি,বলরাবাদ। এসব গ্রামে বসবাসরত প্রায় তিন সহস্রাধিক মানুষ আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ইতোমধ্যে অনেকের বাগানবাড়ি, পুকুর,ঘের এবং সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি অভয়নগর শাখার আইন বিষয়ক সম্পাদক অনিল বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে মৎস্য বিভাগ কৃষি বিভাগ সহ সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য আসু সহযোগিতা প্রয়োজন। তাছাড়া ভেঙে যাওয়া বেড়িবাঁধ অবিলম্বে সংস্কার না হলে ক্ষতির মাত্রা আরও বেড়ে যেতে পারে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন শিকদার জানান, বিষয়টা আমি জানলাম এ ব্যাপারে নিশ্চিত পদক্ষেপ গ্রহণ করা হবে। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: লাভলী খাতুন এ প্রতিনিধিকে জানান, চারশ বিঘার মতন বীজ তলা নষ্ট হওয়ার কথা শুনেছি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সংবাদ শিরোনাম
- গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারী গানের সুরে আবারও মুখর নড়াগাতী
- বেড়ি বাঁধ ভেঙ্গে দুই উপজেলার আড়াইহাজার বিঘার মাছ ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত
- কালীগঞ্জে খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লার বিজয়ের আহ্বান
- সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ
- বড়দল বাজারের দীর্ঘকালের বেহাল দশা চরমে, নজর নেই প্রশাসনের
- ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা
- আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫ ২০২৬



