
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ও বারোবাজার ইউনিয়নে পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি-২৬) বিকাল ৩টায় রাখালগাছী ইউনিয়নে এবং সন্ধ্যা ৬টায় বারোবাজার ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাখালগাছী ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জুমারত আলী জুম্মা। অপরদিকে সন্ধ্যা ৬টায় বারোবাজার ইউনিয়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উভয় সভা পরিচালনা করেন কালীগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য ও শ্রমিক নেতা শাহাবুদ্দিন আহমেদ ও রাকিব হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।
প্রধান বক্তার বক্তব্যে রাশেদ খাঁন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমি তারেক রহমানের নির্দেশনা মেনে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসবেন।
তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক।
সবশেষে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন, এ দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

