গোপালগঞ্জ প্রতিনিধি।। গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানির একাংশ) স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নিজেই।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন নিয়ে আপত্তি ওঠে। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিকালে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ উপস্থাপন করলে কমিশন সন্তোষ প্রকাশ করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
উল্লেখ্য, গোপালগঞ্জ-২ আসনে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে সিরাজুল ইসলাম সিরাজের নির্বাচনী মাঠে অংশগ্রহণ নিশ্চিত হলো।


