
রাঙা প্রভাত ডেস্ক।। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ইরানে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে উৎসাহ দিচ্ছেন এবং সহিংসতাকে উসকে দিচ্ছেন।
এর আগে ট্রাম্প বলেন, ইরানকে জয় করা যুক্তরাষ্ট্রের ‘শেষ লক্ষ্য’। তিনি ইরানি জনগণকে ‘প্রতিবাদ চালিয়ে যেতে’ এবং ‘প্রতিষ্ঠান দখল করতে’ বলেছিলেন। এক সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘সহায়তা আসছে’।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্বীকার করেছে, দেশজুড়ে বিক্ষোভে অনেক মানুষ মারা গেছে। শহীদ ফাউন্ডেশনের প্রধান আহমেদ মুসাভিরের মতে, এসব সহিংসতার জন্য ‘সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠী’ দায়ী।
মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ইরানে পাঁচ দিনের বেশি সময় ধরে ইন্টারনেট প্রায় বন্ধ আছে।
বিক্ষোভ দমনের জন্য ইউরোপের একাধিক দেশ তাদের দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। অন্যদিকে, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এই পরিস্থিতিকে তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘বিধ্বংসী বিদেশি হস্তক্ষেপ’ হিসেবে দেখছে।

