
★ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ।
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি বলেন,
“নবীন বরণের দিন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দের দিন। কারণ তারা সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মতো একটি ভালো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হতে চাইলেও সে সুযোগ পায় না। যারা ভর্তি হতে পেরেছে, তারা সত্যিই ভাগ্যবান।”
তিনি আরও বলেন, “লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হওয়ায় শিক্ষকদের দায়িত্ব ও পরিশ্রম আরও বেড়ে গেছে। ভর্তি হওয়া সবাই সমান মেধাবী নাও হতে পারে। তবে নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে তারা নিজেদের যোগ্য করে তুলবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশা করি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন অসীম।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিসহ সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নবভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ সৃষ্টি করে।

