
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিটি আইপি সদস্য সাফিরুল ইসলামের পরিচালনায় ইউপি চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মনোতোষ কুমার সাধু। সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, সহকারী শিক্ষক নির্মল কুমার সরদার, ইউপি সদস্য খোকন মোল্ল্যা, নাসিমা বেগম, শরিফুল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওন্যাল কোঅর্ডিনেটর মাহামুদুল হাসান, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুব রহমান, রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান আকন্দ। সভায় মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগ এবং সারভাইভারদের সুরক্ষা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে বাজেটের অর্থ ব্যয়ের বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্প সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

