
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল থেকে।। গ্রামবাংলার লোকসংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য জারী গান আজ কালের আবর্তে প্রায় হারিয়ে যাওয়ার পথে। একসময় মানুষের আনন্দ–বেদনা, ধর্মীয় অনুভূতি, ইতিহাস ও সামাজিক চেতনার প্রধান প্রকাশভঙ্গি ছিল এই জারী গান। গ্রামগঞ্জের হাট-বাজার, মেলা কিংবা ধর্মীয় অনুষ্ঠানে জারী গানের সুরে মুখর থাকত চারপাশ। তবে আধুনিক সংস্কৃতির আগ্রাসন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের যুগে এই ঐতিহ্যবাহী লোকসংগীত আজ অনেকটাই হারিয়ে গেছে স্মৃতির আড়ালে। তবুও শীত মৌসুম কিংবা নির্বাচন এলেই গ্রামবাংলার কোনো কোনো জনপদে আবারও শোনা যায় জারী গানের সেই চেনা, আবেগময় সুর।
এরই এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর দৃষ্টান্ত স্থাপিত হলো নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে। গত ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার) সন্ধ্যায় নড়াইল-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল ও ব্যতিক্রমধর্মী জারী গানের আসর।
খোলা মাঠে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়ো হন গ্রামের শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী ও প্রবীণ মানুষ। দীর্ঘদিন পর জারী গানের দল যখন তালে তালে পরিবেশনা শুরু করে, তখন পুরো এলাকা যেন মুহূর্তেই ফিরে যায় অতীতের গ্রামবাংলায়। ঢোল, করতাল আর কণ্ঠের আবেগঘন উচ্চারণে ফুটে ওঠে ধর্মীয় ইতিহাস, মানবিক বোধ ও সমাজের নৈতিক বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বয়স্করা স্মৃতিচারণ করেন তাঁদের শৈশব ও যৌবনের দিনের জারী গানের আসরের কথা, আর তরুণ প্রজন্ম বিস্ময়ের চোখে আবিষ্কার করে বাঙালির এক হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্যকে। স্থানীয় গণমাধ্যমকর্মী মাহফুজ বলেন, “এ ধরনের আয়োজন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে লোকসংস্কৃতি তুলে ধরতে এমন উদ্যোগ খুবই প্রয়োজন।”
আয়োজক জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “গ্রামবাংলার সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। জারী গান কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিতই করে না, বরং সামাজিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নড়াগাতীর কলাবাড়িয়ায় আয়োজিত এই জারী গানের আসর প্রমাণ করেছে—চাইলেই এখনও গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত করে তোলা সম্ভব।
উল্লেখ্য, নড়াইল জেলা জারী গানের জন্য ঐতিহাসিকভাবে সুপরিচিত। এই জেলাই জন্ম দিয়েছে প্রখ্যাত জারী শিল্পী ‘জারী সম্রাট’ মোসলেম উদ্দীনকে। তাঁর স্মৃতি ও ঐতিহ্য বহন করেই আজও নড়াইলে জারী গানের প্রতি মানুষের আলাদা আবেগ ও ভালোবাসা বিদ্যমান।
এই আয়োজন ক্ষণিকের জন্য হলেও মানুষের হৃদয়ে ফিরিয়ে এনেছে হারিয়ে যেতে বসা জারী গানের মায়াবী সুর—যা দীর্ঘদিন স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।

