
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জে আজ সকালে এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। দায়িত্বের ব্যস্ততার মাঝেই একটি ছোট্ট মেছো বিড়াল ছানাকে দেখে থমকে দাঁড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। অসহায় ছানাটির দিকে তাকিয়ে মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কোনো দ্বিধা না করে স্নেহভরে ছানাটিকে কোলে তুলে নেন ইউএনও। আদর, মমতা আর ভালোবাসায় আগলে রাখেন ঠিক নিজের সন্তানের মতো। প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার এমন স্বতঃস্ফূর্ত মানবিক আচরণ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
এই দৃশ্যের ছবি ও ভিডিও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ইউএনও রেজওয়ানা নাহিদের প্রাণীপ্রেম ও মানবিক মনোভাবের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করছেন—“এমন মানবিক প্রশাসকই দেশ ও সমাজের গর্ব।”
স্থানীয়রা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন সহানুভূতিশীল আচরণ সাধারণ মানুষের মাঝেও অসহায় প্রাণীদের প্রতি দায়িত্ববোধ ও মমত্ববোধ জাগিয়ে তুলবে। তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি প্রাণী ও প্রকৃতির প্রতি এমন ভালোবাসা দেখায়, তাহলে সমাজ আরও মানবিক, সুন্দর ও সহানুভূতিশীল হয়ে উঠবে।
ইউএনও রেজওয়ানা নাহিদের এই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ মানবিক আচরণ ইতোমধ্যে কালীগঞ্জজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
