
মোঃআহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারী সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল (সার্বিক)। এসময় তিনি বলেন সরকারের পাশাপশি সমাজের বিত্তবানদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে। তাদেরকে খেলাধুলা ও উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনেক প্রতিভা আছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। কোনো ভাবেই তাদেরকে অবহেলা করার সুযোগ নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, বিশিষ্ঠ সমাজসেবক ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। উল্লেখ্য ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে ৮২জন বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রম, সেরিব্রাল পালসি ও অটিজম শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করে। খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ, অফিস সহকারী মফিজুল ইসলাম, আব্দুল মাজেদ, এছারুল্লাহ ও রবিউল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫