
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজেটি স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিন বাচা সানার ২১তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার অত্র বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ রফিকুল ইসলাম সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য মোঃ জাহিদ হোসেন, আব্দুল মান্নান ঢালী, এস এম রাকিবুল হাসান রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন। এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারি অধ্যাপক এনামুল হক,সহকারী অধ্যাপক মিলন শীল,বলাই কৃষ্ণ মন্ডল, রবিউল ইসলাম প্রমূখ। সমগ্র দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুল ইসলাম। বক্তারা প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিন সানার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।উল্লেখ্য বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিন বাচা সানা গত২০০৫সালের ১৬ই জানুয়ারি মৃত্যুবরণ করেন।

