বিশেষ প্রতিনিধি : পাবনায় র‌্যাব-১২’র অভিযানে ১ হাজার ১শত ৭৫পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার সাঁথিয়া থানার উত্তর শোলাবাড়িয়া গ্রামের মৃত আরশেদ প্রামাণিকের ছেলে।
র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার ১২ই আগস্ট দুপুরের দিকে র‌্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার সাঁথিয়া থানার মাইবাড়িয়া এলকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন’র নিকট থেকে ১ হাজার ১শত ৭৫পিচ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় এজাহার দায়ের করার প্রস্তুতি চলছে।

Share.
Exit mobile version