Print Friendly, PDF & Email

আমার কিছু বন্ধু আছে
সিলভীয়া পান্ডীত

আমার কিছু বন্ধু আছে
টক, মিষ্টি আর ঝালের সাথে
মন ভরে যায় থাকলে কাছে
সময় উড়ে যায় হাওয়ার সাথে।…..

আমার কিছু বন্ধু আছে
ভালবাসার স্বপ্নের সাথে
হাতে হাত রাখলে পরে
অবসাদ যায় ঝরে।

আমার কিছু বন্ধু আছে
পুকুর পাড়ের কাঁদার সাথে
খেলতে গিয়ে পিছলে পড়ে
শরীর ভরে যায় কাঁদার জলে।….

আমার কিছু বন্ধু আছে
তেঁতো করলার স্বাদের সাথে
তারপরও তাদের ভাল লাগে
কারন তারা বন্ধু বলে।…..

লেখকঃ ওহাইয়ো অঙ্গরাজ্য,
মার্কিন যুক্তরাষ্ট্র।

Share.
Exit mobile version