Print Friendly, PDF & Email

রাঙা প্রভাত ডেস্ক।। জলসীমা লঙ্ঘন করায় ৫৬ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। এসময় তাদের ১০ টি নৌকাও আটক করা হয়।

পাকিস্তানী মেরিটাইম সিকিউরিটি এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জেলে বলেই মনে হয়েছে। তবে তাদের সঠিক পরিচয় এবং জলসীমা লঙ্ঘনের কারণ জানার জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তান এবং ভারত প্রায়শই একে অপরের সামুদ্রিক সীমা লঙ্ঘনের জন্য জেলেদের গ্রেপ্তার করে থাকে। যদিও সামুদ্রিক সীমা স্পষ্টভাবে বুঝা যাওয়ার জন্য তেমন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়নি। অসন্তোষজনক দ্বিপক্ষীয় সম্পর্কের ফলে প্রায়শই জেলেদের দীর্ঘকাল কারাগারে রাখা হয় এবং কিছু ক্ষেত্রে এমনকি তাদের সাজা ভোগ করার পরেও। তবে সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশে আটক থাকা কয়েকশ জেলেকে মুক্তি দিয়েছে।

Share.
Exit mobile version