বিশেষ প্রতিনিধি : আজ ২৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচন।
নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এগারশ পুলিশ সদস্য, এক হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম।
এদিকে নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী উপকরণ পাঠানো সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেলে চারটার দিকে ১২৯টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ পৌঁছানো হয়।
তবে ব্যালট পেপার আজ সকালে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান।
সাইদুর রহমান জানান,শুক্রবার দুপুর ২টার পর থেকে নির্বাচনী কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারের হাতে ভোট গ্রহণের উপকরণ পৌঁছে দেওয়া শুরু হয়।
পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে করে এসব উপকরণ ভোটকেন্দ্রে পৌঁছানো হয়।
১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইতোমধ্যে নির্বাচনী উপকরণ কেন্দ্রে পৌঁছানো হয়েছে। শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
শিরোনামঃ
- টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও নিখোঁজ বহু
- নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪
- বাবুগঞ্জের জাহাঙ্গীর নগরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
- পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
- পূর্ব হোসনাবাদ কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
- বাবুগঞ্জে বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের যাত্রা শুরু
- বাবুগঞ্জে উত্তরণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপন
- ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ডাঃ শামিম