Print Friendly, PDF & Email

রাঙা প্রভাত ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। মোগাদিসু বন্দরের পুলিশ অ্যাকাডেমির কাছের একটি রেস্তোরাঁয় এ আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে হামলাকারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই ওই রেস্তোরাঁর ভেতরে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। রেস্তোরাঁর দিকে কয়েক দফা গুলিও ছোড়ে নিরাপত্তা সদস্যরা। হামলার আগে ভারী বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। অনেকে রেস্তোরাঁর ভেতরে আশ্রয় নেয়। তখনই আত্মঘাতী হামলা হয়। হামলায় বেশ ক’জন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণের সঙ্গে জড়িতদের এখনও সন্ধান পায়নি প্রশাসন। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

Share.
Exit mobile version