Print Friendly, PDF & Email

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো, জুভেন্টাসকে জেতালেন শিরোপা

রাঙা প্রভাত স্পোর্টস ডেস্ক।। ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইতালিয়ান সুপার কাপে মাপেই স্টেডিয়ামে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করে জুভেন্টাস। আর দলের প্রথম গোলটি করে রেকর্ডটি গড়েন রোনালদো।
ম্যাচের ৬৪তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে বল নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত রোনালদো। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

জভেন্টাসের উল্লাস
গত ১০ জানুয়ারি সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে জালে বল পাঠিয়ে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো। দুই ম্যাচ পর পর্তুগিজ এ তারকার মোট গোল দাঁড়াল ৭৬০টি। অবশ্য রেকর্ডটি গড়তে ৩৫ বছর বয়সী রোনালদোকে খেলতে হয়েছে ১ হাজার ৪২টি ম্যাচ।

Share.
Exit mobile version